আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বার্সায় কে হচ্ছে মেসির বিকল্প?


স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি চেয়েছিলেন শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরতে। কিন্তু তারা শেষ পর্যন্ত নেয়নি তাকে। তাই অভিমানে ইউরোপই ছেড়ে দিয়েছেন সর্বকালের সেরা এই ফুটবলার। তিনি এখন ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। বার্সা কোচও চেয়েছিলেন মেসি আসুক। তাহলে বৈচিত্র আসবে তাদের ফুটবলে। তবে চেষ্টা বিফলে যাওয়াতে এবার বিকল্প ১০ নম্বরের খুঁজে তারা।

এরই মধ্যে সম্ভাব্য দুটি নাম হিসেবে শোনা যাচ্ছে বের্নার্দো সিলভা ও জিওভানি লো সেলসোর নাম। এই মুহূর্তে সিলভাকে দলে টানা অবশ্য একরকম অসম্ভব বলে মনে হচ্ছে। ম্যানচেস্টার সিটির এই অ্যাটাকিং মিডফিল্ডারকে আনতে হলে বার্সাকে আর্থিক জটিলতা মেটাতে হবে। এর আগেও সিলভাকে নেওয়ার চেষ্টা করেছিল বার্সা, যদিও তা সফল হয়নি।

সিটিতে প্রতি মৌসুমে পারফরম্যান্সের ধার বেড়েছে সিলভার। যে কারণে সিটিও প্রতিবার মরিয়া হয়ে ধরে রেখেছে তাকে। গত মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ৭ গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন সিলভা।

তবে পরিসংখ্যান দিয়ে মাঠে তাঁর প্রভাব বোঝা কঠিন। পাশাপাশি দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে দারুণভাবে জ্বলে উঠতে পারেন এই পর্তুগিজ। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে তাঁর জোড়া গোলই ফাইনালের পথে এগিয়ে দিয়েছিল সিটিকে। সব মিলিয়ে সিটির কাছ থেকে সিলভাকে নিয়ে আসা বার্সার জন্য মোটেও সহজ হবে না।

বার্সার সামনে থাকা অন্য বিকল্পটি হলেন লো সেলসো। তাকে পেতেও অবশ্য বার্সাকে লড়তে হতে পারে অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। তবে টটেনহামের কাছ থেকে তাকে নিয়ে আসা একেবারে অসম্ভবও নয়। স্পারদের সঙ্গে বার্সার সম্পর্ক বেশ ভালো, যার সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে কাতালান ক্লাবটি। পাশাপাশি সিলভার চেয়ে লো সেলসোর বাজারদরও কম হবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সিলভার চেয়ে লো সেলসোকে আনা বার্সেলোনার জন্য সব দিক থেকে সহজ সমাধান হতে পারে। সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যে খুব বেশি পার্থক্য তৈরির সুযাগ নেই। ফলে নতুন কারও দিকেই হাত বাড়াতে হতে পারে জাভিকে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর