শবে কদরে কোন ইবাদতগুলো উত্তম? যেভাবে করবেন


অনলাইন ডেস্কঃ মহিমান্বিত রাত্রি পবিত্র শবে কদর আজ। এই রাতে মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। প্রিয়নবী হযরত মুহম্মদ (স.) যেভাবে এ রাত কাটাতেন এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

রাসূল (স.) রমজান মাসের শেষ দশদিন ইতেকাফ করতেন, আর প্রতি রাত্রিতেই ইবাদতে মশগুল হয়ে পড়তেন। শবে কদরে রাসূলের (স.) ইবাদত আরো বিস্তৃত হতো।

আরও পড়ুন মহিমান্বিত লায়লাতুল কদর আজ

কুরআন সুন্নাহর আলোকে এ রাত্রিতে মসজিদে নিয়মিত নামাজের পাশাপাশি আরো কিছু নফল ইবাদত করা হয়। অধিকাংশ মসজিদে ইমাম সাহেব তারাবির নামাজ শেষে ১২ রাকাত কদরের নামাজ মুসল্লিদের সাথে নিয়ে আদায় করেন। কোনো কোনো মসজিদে এ রাতে তাহাজ্জুদ ও সালাতুত তাসবিহ আদায় করা হয়।

যারা মসজিদে ব্যতীত বাসায় কিংবা অন্যত্র নামাজ পড়েন তারা প্রত্যেক নামাজে সূরা লায়লাতুল কদর পাঠ করতে পারেন। কুরআন তিলাওয়াতও করা যায়।

নামাজের ফাঁকে ফাঁকে বসে একটু যখন বিশ্রাম নেওয়ার সময় জিকির করা যায়। এ রাতে বেশি বেশি তওবা করা উত্তম।

তথ্যসূত্র: সংগৃহীত


Related posts

চুনতী ১৯দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) এর ট্টগ্রাম শহরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sohel Taj

১৩ সেপ্টেম্বর আখেরি চাহার শোম্বা

Chatgarsangbad.net

সরকারের তত্ত্বাবধানেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

Chatgarsangbad.net

Leave a Comment