গ্রীষ্মে বাড়ছে চর্ম রোগ, প্রতিরোধের উপায় কী?


অনলাইন ডেস্কঃ গরমকালে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গ্রীষ্ম মৌসুমে মানুষের অসচেতন জীবনযাত্রা বাড়ার কারণে সব ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসময় কোমল পানীয়ের অধিক ব্যবহার, রাস্তার ধারের পানীয় পান ও খালি গায়ে থাকাসহ নানা কারণে চর্মরোগের রোগী বাড়ে। গরমে ঘামাচি ও ছত্রাকজনিত চর্মরোগ বেশি দেখা যায়। ঘাম ও ভেজা শরীর ছত্রাক জন্মানোর জন্য উপযোগী। ছত্রাকজনিত চর্মরোগ প্রধানত দাউদ, তুলি ও ক্যানডিডিয়াসিস। এ ছত্রাক প্রজাতির সবই ত্বকের বাইরের অংশে সংক্রমণ হয়।

চিকিৎসকরা বলছেন, বর্তমানে সাধারণ সময়ের চেয়ে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ চর্মরোগী বেড়েছে।
এই গরমে কমপক্ষে দুই বার গোসল করতে হবে, ঘাম মুছে ফেলতে হবে, সাবান বা শ্যাম্পু লাগাতে হবে, শরীর পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন গরমকালে যেসব খাবারে শরীরের তাপমাত্রা বেড়ে ঘটতে পারে স্বাস্থ্যঝুঁকি

গরমে অতিরিক্ত ঘামের ফলে মানুষের শরীর থেকে রক্তের জলীয় অংশ বিশেষত ফ্লুয়িড এবং খনিজ পদার্থ বেরিয়ে যায়। এতে মানুষের ভলিউম কমে যায় এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে আসে। পরে তা শরীরে উপদ্রব সৃষ্টি করে লাল হয়, যেটাকে আমরা ঘামাচি হিসেবে জানি। এ ছাড়া আরও অনেকগুলো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও সংক্রামকসহ নানা ধরনের চর্মরোগ হতে দেখি। যার কারণে ঘামের সঙ্গে শরীর থেকে খারাপ বা বর্জ্য পদার্থ বের হয়ে আসে। এটি যদি শরীরে অনেকক্ষণ চামড়ার ওপর জমে থাকে তাহলে চামড়ায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। এ জন্য গরমে ঠান্ডা স্থানে থাকতে পারলে ভালো। অন্যথায় যেখানে পর্যাপ্ত আলো-বাতাস থাকে এরকম ভেন্টিলেশন যুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। বেশি ঘেমে গেলে সাবান অথবা শ্যাম্পু দিয়ে গোসল করে শরীরকে শুষ্ক রাখতে হবে। তা না হলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জাতীয় চর্মরোগের সংক্রমণ ঘটতে পারে।

অতিরিক্ত গরমের কারণে শিশুদের সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ার পাশাপাশি অনেকের চর্মরোগও দেখা যাচ্ছে। এ সময়ে অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে মায়েদের সচেতন থাকতে হবে। শিশুদের যেন ঘাম থেকে কোনোভাবে ঠান্ডা বা গরম না লাগে। ঘাম বসে যেয়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। শিশুদের ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।

ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বিরুদ্ধে বেশিরভাগ ওষুধের এখন কার্যকারিতা কমেছে। এ জন্য গরমকালে চর্মরোগ প্রতিরোধ করা নিরাময় থেকে অধিক গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Related posts

আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে : প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৩

Chatgarsangbad.net

নাছরিন আকতার চন্দনাইশের নতুন ইউএনও

Chatgarsangbad.net

Leave a Comment