আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সারাদেশে সতর্কতা, চট্টগ্রামে অনেকটা কম তাপমাত্রা


অনলাইন ডেস্কঃ দেশে ৪১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায়, অপরদিকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি। চট্টগ্রাম জেলায় তাপমাত্রা রয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেরসিয়াস। তারপরও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়ায় এই তাপমাত্রা সহনীয় হচ্ছে না নগরবাসীর।

সম্প্রতি দেশব্যাপী ৭২ ঘন্টার তাপ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামি কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রামের জন্য সুখবর হলো এসময় এ বিভাগের কোনো কোনো স্থানে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

শনিবার (২০ এপ্রিল) পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, আজ চাঁদপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের ওপর তীব্র তাপপ্রবাহ এবং সিলেটের মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বইতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এই পূর্বাভাস অনুযায়ী আগামি কয়েকদিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

গত ২৪ ঘন্টায় সারাদেশে কেবল সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বাতাস বইলেও কোথাও বৃষ্টি হয়নি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো সিলেট ও রংপুরের রাজারহাটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর