আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

হজে যাওয়া ৩ কোটি মানুষকে সেবা দিয়েছেন মক্কার স্বেচ্ছাসেবীরা


ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থ মক্কার গ্র্যান্ড মসজিদে স্বেচ্ছাসেবী পরিষেবা পেয়েছেন ৩ কোটি মুসুল্লি। খবর সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। সৌদি আরবের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ১৭ খাতে ৩৫ সংস্থার স্বেচ্ছাসেবীরা গত বছরের আগস্ট থেকে চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত প্রায় ৩ কোটি মুসুল্লিকে ১২ লাখ ঘণ্টা সেবা দিয়েছে।

তারা ৫৯ লাখ তীর্থযাত্রীকে সকালের নাশতা পরিবেশন করেন। ৩ লাখ সাড়ে ৬৬ হাজার ছাতা ও ২৩ লাখ বোতল জমজম কূপের পানি বিতরণ করা হয়। এ ছাড়া গত আট মাসে সাত হাজার স্বেচ্ছাসেবক মদিনার মসজিদে নববীতে আসা ধর্মপ্রাণ ভ্রমণকারীদের সেবা দিয়েছেন।

তাদের পরিষেবা ঘণ্টা ছিল সাড়ে তিন লাখ। এর মধ্যে রয়েছে বয়স্ক মুসুল্লি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য, পথচারীদের পথ দেখানো, বিশেষায়িত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং বিভিন্ন ভাষায় নির্দেশনা প্রদান করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর