প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ
চন্দনাইশে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসায় বিজয় দিবস পালিত

মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার জোয়ারা মোহাম্মদপুরস্থ জামেয়া তাহেরিয়া আনওয়ারল উলূম মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ১৬ ডিসেম্বর বিকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, তিনি বলেছেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার্থীদের মানোন্নয়নে অভাবনীয় অবদান রাখেন। যে কারণে মাদ্রাসা শিক্ষার্থীরাও সাধারণ শিক্ষার্থীদের মত সরকারি বেসরকারি বিভিন্ন পেশায় সমান সুযোগ পাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু। মো. সোহেল রানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, মাও. মো. কামাল উদ্দিন, মাও. রাশেদুল ইসলাম, ইউপি সদস্য যথাক্রমে আবদুল হাকিম, মো. গাফ্ফার সুমন, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. ইকবালুর রশিদ সেলিম, মাস্টার নাজিম উদ্দিন, মো. মহরম আলী ভূঁইয়া, মো. ফারুকুল আলম চৌধুরী, সরোয়ার উদ্দিন, মো. আবু ছৈয়দ, মো. সাইফুল আলম প্রমুখ।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.