আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ সংগঠক খুন


রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নে ইউপিডিএফের এক স্থানীয় সংগঠককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে সাবেক্ষং ইউনিয়নের একটি দোকানের পাশে সুবাহু চাকমা (৬৫) ওরফে গিরিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিজেদের সংগঠক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মুখপাত্র অংগ্য মারমা। তিনি এ ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছেন।

অংগ্য মারমা বলেন, ‘আমাদের একজন কর্মী সুবাহু চাকমা গিরিকে নানিয়ারচরের সাবেক্ষং এলাকায় একটি দোকানের পাশে গুলি করে হত্যা করেছে নব্য মুখোশ বাহিনী (ইউপিডিএফ-গণতান্ত্রিক)।’ হত্যাকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে জানতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, ‘গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আদৌ সেখানে কী ঘটেছে।’

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর