প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সাতকানিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ১ নভেম্বর (সোমবার), বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর কাশেদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আনিসুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সাতকানিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হোসেনে আরা বেগম, প্রধান শিক্ষক ছৈয়দ হোসন চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply