আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়ী দলকে ট্রফি তুলে দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার  আরাফাত সিদ্দিকী


নিজস্ব প্রতিবেদক 

বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ উপজেলা চ্যাম্পিয়ন কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ সারাদেশে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় সাতকানিয়া উপজেলায় চ্যাম্পিয়ন হলো কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ। সোমবার (১৯ জুন) সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনাল খেলায় সাতকানিয়া সরকারি কলেজ এবং কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে।

ঘন্টাব্যাপি চলা তীব্র প্রতিদন্দিতাপূর্ণ খেলা ০-০ গোলে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ ৩-২ গোলে সাতকানিয়া সরকারি কলেজকে হারিয়ে উপজেলার শ্রেষ্ঠ ফুটবল দল হওয়ার কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে দলটি জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করল।

কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আমাদের ছেলেরা পরিশ্রম করেছে,আমি তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি, খেলার মাঠে আমরা পরিকল্পনা মত খেলতে পেরেছি।“ তিনি এ সাফল্যের কৃতিত্ব ছাত্রদের বলে উল্লেখ করে কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ মং তেঝ এবং অধ্যক্ষ আবুল কাশেমসহ শিক্ষকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খেলা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সেলিম উদ্দীনের সমন্বয়ে বিজয়ী ও বিজিতের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর