Hom Sliderবাংলাদেশ

কেরানীহাটে উপজেলা প্রশাসনের অভিযান, ২ প্রতিষ্ঠানকে অথদণ্ড


মো.ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দু’টি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে কেরানীহাটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

এসময় বিভিন্ন দোকানে পণ্যের দাম, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দিষ্ট ধারায় ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য এবং কাঁচাবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী সমিতির সদস্যদের নির্দেশনা দেয়া হয়।

ছবি: কেরানী ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস চাটগাঁর সংবাদকে বলেন, ‘জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’

যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আরাফাত হোসেন। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।


Related posts

গাজায় এক দিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

Saddam Hossain

৮০ টুকরো করা হয় এমপি আনোয়ারুল আজীমের দেহ

Chatgarsangbad.net

‘মার্চ গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি সফল করার আহ্বান রজায়ী হুজুরের

Chatgarsangbad.net

Leave a Comment