আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পাহাড়তলী বিটেক মোড়ে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবক নিহত


দিদারুল আলম (দিদার)

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে দুই পক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবক নিহত। সোমবার (৮ মে ২০২৩ ইং) রাতে এই ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন মাসুম (৩০) ও সবুজ (২০)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে থানার টিম ঘটনাস্থলে গেছেন। হাসপাতালেও পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ বের করতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর