
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড বাশঁবাড়ীয়া সী-বীচে বেড়াতে গিয়ে সাগরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তাদের কে উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। আজ সোমবার সন্ধ্যা সাতটার সময় এই নিখোঁজের ঘটনাটি ঘটে।
নিখোঁজ দুই ছাত্রের সহপাটি মোহাম্মদ একরাম হোসেন জানায়,তিনি ও তার সহপাটি মোঃ হাসান মারুফ (২০) বাড়ী ভৈরব ও এনায়েত চৌধুরী (২২) বাড়ী কুমিল্লা, তারা একসাথে বাশঁবাড়ীয়া সী- বীচে বেড়াতে যাই বিকাল ৫ টার সময়, প্রায় সন্ধ্যার দিকে মারুফ ও এনায়েত সাগরে নামে সাঁতার কাটতে,তখন জোয়ারে বড় বড় ঢেউ আসছিল, একসময় তাদের কে আর দেখতে পাচ্ছিলাম না! খুব ঘাব্ড়ে গিয়ে,অন্যান্যদের সহযোগীতায় ফায়ার সার্ভিস কে খবর দিয়ে জানায়। তারা তিনজনই ইসলামী বিশ্ব বিদ্যালয়ে পড়ে ও মসজিদ্দা এলাকায় একটি ভাড়া ঘরে একসাথে থাকেন।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ ফিরোজ আলম আমাদের সময় কে জানায়,খবর পেয়ে আমরা সন্ধ্যা সোয়া সাতটার দিকেই ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নামি,
চট্টগ্রাম থেকে ডুবুরী আনা হয়েছে, রাত সাড়ে আটটায় ডুবুরী সহ উদ্ধার কাজ চলছে,তবে সাগর উত্তালের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
রাত পৌনে ১০ টায় ও তাদের হদিস মিলেনি সাগরে।উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
