চাটগাঁর সংবাদ ডেস্কঃ নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপিকে চূড়ান্ত নিবন্ধন দিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দল হিসেবে বিএনএম পেয়েছে নোঙর প্রতীক ও বিএসপি পেয়েছে একতারা।
এর আগে গত সোমবার (৭ আগস্ট) নিবন্ধনের সবশেষ প্রক্রিয়া আপিল শুনানি করে নির্বাচন কমিশন। দুই দলের বিরুদ্ধে তিনটি আপত্তি জমা পড়ে। কমিশনের সামনেই দুই পক্ষের শুনানি হয়। সেই মোতাবেক চূড়ান্ত নিবন্ধন দিতে সিদ্ধান্ত নেয় কমিশন।
তথ্যসূত্র: সময়টিভি
Leave a Reply