চাটগাঁর সংবাদ ডেস্ক: বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
মঙ্গলবার (১ আগস্ট) সংগঠনটির পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাতকানিয়া উপজেলার এই ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, ‘বর্ষাকালে আমরা বেশি বেশি গাছ লাগাবো। বৃক্ষরোপণ করে প্রিয় বাংলাদেশকে বাসযোগ্য ভূমি হিসেবে আমরা গড়ে তুলব। ইতোমধ্যেই আমরা আমিলাইশ ইউনিয়নের বিভিন্ন স্থানে
ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করছি। এটাকে আমরা ইবাদতের অংশ
হিসেবে গ্রহণ করেছি।
সংগঠনটির এ উদ্যোগে উপস্থিত ছিলেন- মিজান, আরিফ, মোজাম্মেল
হক চৌধুরী, সাজ্জাদ, ফয়জুল কবির, সাহেল, মিনহাজ, নুরুল ইসলাম সহ
সংগঠনের সদস্যবৃন্দ।
Leave a Reply