Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

আবারো ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা বান্দরবানের ৩ উপজেলায়


বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌ ও থান‌চি‌তে পর্যটকদের ভ্রমণে দেয়া নিষেধাজ্ঞা আরো সাতদিন বাড়ানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ‘রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বান্দরবান সেনানিবাসের রিজিয়ন। এজন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই তিন উপ‌জেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।’

এর আগে গত ১২‌ ডি‌সেম্বর রোয়াংছড়ি ও রুমা‌ পর্যটকদের ভ্রমণে অনি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দেয়া হ‌য়ে‌ছিল। নতুন করে থান‌চি‌তে নিষেধাজ্ঞা দেয়া হলো। অবশ্য গত ৪ ডি‌সেম্বর সকাল থে‌কে ১১ ডি‌সেম্বর পর্যন্ত আট দিন এ তিন উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।


Related posts

দরবারে গারাংগিয়ার কেন্দ্রিয় তরিকত সম্মেলনের প্রস্তুতি সভা ৮ অক্টোবর

Chatgarsangbad.net

মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এসআই গোলাম কিবরিয়া

Shahidul Islam

চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী

Chatgarsangbad.net

Leave a Comment