দুর্নীতিমুক্ত হয়ে স্বচ্ছতা ফিরেছে জেমিসন হাসপাতালে: পেয়ারুল


অনলাইন ডেস্কঃ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে দুর্নীতি কমার পাশাপাশি স্বচ্ছতা ফিরেছে বলে জানিয়েছেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সম্প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা হাসপাতালটি পরিদর্শনে আসলে পেয়ারুল তাকে এ কথা জানান।

পেয়ারুল ইসলাম বলেন, ‘জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ হাসপাতালের সেবার মান বৃদ্ধির মাধ্যমে আমরা হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।’

আরও পড়ুন নারী শিক্ষার হার ও ক্ষমতায়ন বেড়েছে: পেয়ারুল

প্রত্যুত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অতীতেও এই হাসপাতাল এসেছি, তবে এখন পরিদর্শন করার মাধ্যমে তফাৎ বুঝতে পেরেছি। এই পরিবর্তনের কারণে বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই।’ তিনি হাসপাতাল এবং নার্সিং কলেজের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. সেলিম আক্তার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার সহসভাপতি ডা. আ ন ম মিনহাজুর রহমান, সাবেক সিভিল সার্জন সরফরাজ খান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো.ওয়াজেদ চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, ভারপ্রাপ্ত সেক্রেটারি রাইসুল ইসলাম চৌধুরী এমিল, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম পিন্টু, ডা. আইরিন সুলতানা, সিএমও ডা. রোজী দত্ত, ডা. অজয় দাশ, ডা. সুরজিৎ ঘোষ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলাম ও রেড ক্রিসেন্ট যুবপ্রধান কৃষ্ণ দাশ।

তত্যসূত্র: সুপ্রভাত বাংলাদেশ


Related posts

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Chatgarsangbad.net

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Chatgarsangbad.net

চীন সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment