Hom Sliderবাংলাদেশ

বিশ্ব পরিবেশ দিবস আজ


অনলাইন ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবস আজ। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৬ জুন বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মরুকরণ এবং খরা দূর করে ভূমি পুনরুদ্ধার।’

জলবায়ূ পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে, কমছে কৃষিজমি। দূষণের সাথে পাল্লা দিয়ে কমছে গাছ-পালা। এজন্য এবার দিবসটিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে জোর দেয়া হচ্ছে।

বাংলাদেশেও দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন। এছাড়াপলাশ ও বেল গাছের দুটি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিবিএফ’র ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরেবাংলা নগরে মেলা চলবে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলাপ্রাঙ্গন উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২৩ ও ২০২৪, জাতীয় পরিবেশ পদক ২০২৩, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হবে।

এছাড়া দেশের সব জেলা ও উপজেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজনে করা হচ্ছে।


Related posts

চট্টগ্রামের বেওয়ারিশ চিকিৎসা কেন্দ্রের জন্য সহায়তা দিয়েছে প্রবাসী সংগঠন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’

Chatgarsangbad.net

ইতালিতে ভয়াবহ ভূমিধসের পর জরুরি অবস্থা ঘোষণা

Chatgarsangbad.net

বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিন আজ

Chatgarsangbad.net

Leave a Comment