Hom Sliderবাংলাদেশ

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ


অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

এ উপলক্ষ্যে আজ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহিদদের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করছে।

আরও পড়ুন ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের অপারেশন অর্ডার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে দেওয়া ভাষণে ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে,’ এই মন্ত্রবলে বলিয়ান হয়ে ১৯৭১ সালের ১৯ মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগেই ঢাকার অদূরে জয়দেবপুরে অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা সশস্ত্র সেনাবাহিনীর সামনে প্রথমবার রুখে দাঁড়িয়েছিলো। হাজার-হাজার জনগণ অবতীর্ণ হয়েছিলো সেই সম্মুখযুদ্ধে।

১৯৭১ সালের ১৯ মার্চে ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে আকস্মিকভাবে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেবের নেতৃত্বে পাকিস্তানি রেজিমেন্ট জয়দেবপুরের (গাজীপুর) দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য পৌঁছে যায়। এ খবর জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা জয়দেবপুরে এক প্রতিরোধ সৃষ্টি করে। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করলে অকুস্থলেই শহীদ হন অনেকে। এটি ছিলো মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

বাঁশখালীতে লবণ মাঠে গর্তে পড়ে শিশুর মৃত্যু

Chatgarsangbad.net

চন্দনাইশে গরু চোরের গুলিতে আহত ৩

Chatgarsangbad.net

চট্টগ্রাম ও কক্সবাজার এয়ারপোর্টে ইউ-এস বাংলায় চাকরি

Chatgarsangbad.net

Leave a Comment