আজ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ


অনলাইন ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের
৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে তিনি পরলোক গমন করেছিলেন।

বাংলাদেশের এই কৃতি সন্তান চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমদ উল্লাহ খান ও মা যতুমা খাতুন। তিনি তিনি চট্টগ্রাম-৭ ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ছিলেন।

তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে প্রেসক্লাবের ‘এস রহমান হল’ এ বিকাল সাড়ে তিনটায় স্মরণনভা
অনুষ্ঠিত হবে।

এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের উপর আলোচনা ও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখবেন। স্মরণ সভা স্বার্থক করে তোলার জন্য মঈনউদ্দীন খান বাদল এর অনুসারী ও চট্টগ্রাম নাগরিক ফোরামের সকলকেই উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব মো. কামাল উদ্দিন ও অনুষ্ঠান সমন্বয়কারী সাংবাদিক স ম জিয়াউর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর