আজ ২৫ ডিসেম্বর, নির্বাক চলচ্চিত্রের অভিনেতা চার্লস স্পেনসার চ্যাপলিনের মৃত্যুবার্ষিকী । তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক ও সুরকার। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। চ্যাপলিনের জন্ম ১৮৮৯ সালের ১৬ এপ্রিল। চ্যাপলিন লন্ডনে প্রচণ্ড দারিদ্র্য ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালায় সফর করেন এবং পরে একজন মঞ্চাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন।
তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো দ্য কিড, পরবর্তী সময়ে তিনি আ ওম্যান অব প্যারিস, দ্য গোল্ড রাশ এবং দ্য সার্কাস চলচ্চিত্র নির্মাণ করেন এবং এসব চলচ্চিত্রে অভিনয়ও করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফ্যাসিস্ট অ্যাডলফ হিটলারকে ব্যঙ্গ করে নির্মাণ করেন দ্য গ্রেট ডিক্টেটর।
নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয় করতেন, এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমনকি সংগীত পরিচালনাও করতেন।
তাকে ১৯৭২ সালে অ্যাকাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। ফ্রান্স সরকার ১৯৭১ সালে লেজিওঁ দনরের কমান্ডার ও রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৫ সালে নাইটহুডে ভূষিত করেন।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
Leave a Reply