Hom Sliderবাংলাদেশ

বেগম রোকেয়া দিবস আজ


অনলাইন ডেস্কঃ বাঙলার মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মেছিলেন এবং ১৯৩২ সালের একই দিনে তিনি পরলোক গমন করেন।

৯ ডিসেম্বর বাংলাদেশে বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে দেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে উল্লেখ করেছেন, ‘নারীর দুঃখ-দুর্দশা ও সমান অধিকারের দাবি বেগম রোকেয়ার সাহিত্যে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে।’

আরও পড়ুন ‘বেগম রোকেয়া পদক-২০২৩’

দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে উল্লেখ করেন, ‘বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তাঁর এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’

দিনটিতে পাঁচ বিশিষ্ট নারীকে দেওয়া হবে বেগম রোকেয়া পদক। এর আগে বৃহস্পতিবার তাঁদের নাম ঘোষণা করা হয়। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হবে এ অনুষ্ঠান।

তথ্যসূত্র: প্রথম আলো


Related posts

শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

Chatgarsangbad.net

বরমা ইউনিয়নে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” অনুষ্ঠান সম্পন্ন

Chatgarsangbad.net

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত

Chatgarsangbad.net

Leave a Comment