বাংলা একাডেমির পুরস্কার পাচ্ছেন যারা


অনলাইন ডেস্কঃ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩’ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন।

এবছর পুরস্কারের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর এবং সালমা বাণী, প্রবন্ধ বা গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন এবং আসাদুজ্জামান আসাদ।

আরও পড়ুন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২৫ নভেম্বর

এছাড়াও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী এবং সুমনকুমার দাশ এবছর বাংলা একাডেমি সাহিত্যপুরস্কার পাচ্ছেন।

জানা গেছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৩’-এর সদস্যের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে পুরস্কারটি ঘোষণা করে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Related posts

আনোয়ারার চেয়ারম্যান নোয়াব আলী গ্রেপ্তার

Chatgarsangbad.net

চন্দনাইশে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল

Chatgarsangbad.net

সিজিডিএফ’র লোগো ব্যক্তিগত গাড়িতে ব্যবহার না করার নির্দেশ

Chatgarsangbad.net

Leave a Comment