Hom Sliderবাংলাদেশশিক্ষা সংবাদ

‘প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা হবে না’


অনলাইন ডেস্কঃ প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক পরীক্ষা বাদ দিয়ে এখন থেকে কেবল বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা মূল্যায়ন অ্যাপসের মাধ্যমে গৃহীত হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।

সচিব বলেন, ‘শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে মূল্যায়ন করার লক্ষ্যে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে দ্রুত মূল্যায়ন করতে পারে এজন্য এনসিটিবি অ্যাপস করেছে।’

আরও পড়ুন প্রাথমিক শিক্ষক নিয়োগ: পরীক্ষা ২৯ মার্চ

সচিব বলেন, ‘তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বইয়ের বোঝা থেকে মুক্ত করার চেষ্টা করছি। সে কারনে ধারাবাহিক মূল্যায়ন হলো একজন শিক্ষার্থীর সামগ্রিক আচরণ পর্যবেক্ষণ করা।’

তিনি বলেন, ‘মূল কথা হলো প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সাময়িক, দ্বিতীয় সাময়িক-এসব আর থাকবে না। মূল্যায়নের পদ্ধতি গতানুগতিক হবে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী থাকবে ধারাবাহিক মূল্যায়ন।’

উল্লেখ্য, গত ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়। নতুন করে এই শিক্ষাক্রমে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয়েছে এই শিক্ষাক্রম। এরই আলোকে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম।

তথ্যসূত্র: বাসস


Related posts

আমদানি-রপ্তানিসহ চারটি আইনের খসড়া অনুমোদন

Chatgarsangbad.net

ঢাবিতে চলছে নন-ফিকশন বইমেলা

Chatgarsangbad.net

কক্সবাজার ডিসি সাহেবের বলীখেলা ও বৈশাখি মেলা ১০ মে শুরু

Chatgarsangbad.net

Leave a Comment