নিজস্ব প্রতিনিধি:
সাম্যের কবি, বিরহ বেদনার কবি, বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি আজীবন অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা ও ভন্ডামির বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। কাজী নজরুলের স্মৃতি তরুণ প্রজন্মের কাছে পৌছে দেয়ার জন্য এই ধরণের প্রতিভাবান ব্যক্তির আলোচনা আরো বেশি বেশি হওয়া উচিত। গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধ্বনায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান এসব কথা বলেন।
অধ্যক্ষ আব্দুল খালেকের সঞ্চালনায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মো: সোলায়মান আলম শেঠ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মো: হারুনর রশীদ। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন, প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. মফজল আহমদ, সমাজ সেবক হাফেজ মো: আমান উল্লাহ, হাজী মো: ফোরকান, সিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ফরিদ (অবঃ), চসিক এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব ফয়েজ আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মো: শফিউল আলম নুরী, সংবর্ধিত ব্যক্তি ডা. শেখর চক্রবর্তী, অধ্যাপক মোহাম্মদ আলী, মাষ্টার এনামুল হক, কবি আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, কাজী মো: জসীম উদ্দীন, নারী নেত্রী মিসেস খালেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মো: খোরশেদল আলম চৌধুরী, ব্যবসায়ী মো: জাহেদুল আলম, মাওলানা ইসমাইল মঞ্জুর আশরাফী, প্রখ্যাত আয়কর আইনজীবি পি.কে বড়ুয়া, কবি তাহেরা খাতুন, মোঃ তৌহিদুল ইসলাম, সমাজ সেবক মো: হোসেন, মো: আব্দুল হাফিজ, আলহাজ্ব মো: আমান উল্লাহ জাহাঙ্গীর, মুরাদ আলম, ডা. মাহমুদুর রহমান, আলহাজ আব্দুস শুক্কুর, মো: আবুল কাশেম, আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন, বিশিষ্ট বনকর্মকর্তা জাকের আহমদ চৌধুরী, হাফেজ মুহিব উল্লাহ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply