আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে 'উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা' অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি নুরুল আবছার চৌধুরী।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকল্প নেই’


সাতকানিয়া প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ’র গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী।

রবিবার (৩০ জুলাই) সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মাসিক সহশিক্ষা কার্যক্রম ‘উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অন্যতম সহায়ক।’

উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় প্রতিযোগিতায় কলেজের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সামিয়া তাসমিন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন রহিমা আক্তার ও এ্যানি দাশ।

কলেজের অধ্যক্ষ রুহুল কাদেরের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মো. ছমি উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, আব্দুচ ছবুর, মুহাম্মদ রুহুল আমিন, ক্লিনটন আচার্য প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর