আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পূর্বাভাসেও বৃষ্টি নেই চট্টগ্রামে, কমছে না তাপমাত্রা


অনলাইন ডেস্কঃ গত কয়েকদিনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকার নিকলি ও সিলেটের শ্রীমঙ্গলে বৃষ্টি হলেও চট্টগ্রাম বিভাগে কেবল ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। আগামি কয়েকদিন চট্টগ্রামসহ সারাদেশে তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ মার্চ) পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা, বৃষ্টিরও আভাস

আবহাওয়া অধিদপ্তর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো মোংলায়। সর্বোচ্চ ৬২ মিলিমিটার বৃষ্টি হওয়ায় সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো নিকলিতে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর