আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কক্সবাজারের পর্যটন খাতে হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা


অনলাইন ডেস্কঃ শীতকালে পর্যটন খাতের ব্যবসা রমরমা থাকলেও চলতি মৌসুমে শুরুতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। রাজনৈতিক অস্থিরতায় এ খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। হরতাল ও অবরোধ কর্মসূচিতে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানের পর্যটন স্পটগুলো পর্যটকশূন্য হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

চট্টগ্রামের পর্যটন খাতের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, প্রতিবছর কেবল কক্সবাজারেই প্রায় ৫০ লাখ পর্যটক যাতায়াত করে। এ খাতে নভেম্বর থেকে জানুয়ারি মৌসুমে টার্নওভার হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। কিন্তু হরতাল-অবরোধের জান-মালের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বর্তমানে কক্সবাজারে পর্যটকের ভিড় নেই বললেই চলে।

কক্সবাজারের ব্যবসায়ীরা বলছেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটন ব্যবসায় ভাটা পড়েছে।’

কক্সবাজার শহরের হোটেল-মোটেলের প্রায় ৯০ শতাংশ কক্ষই এখন খালি। অবরোধের প্রভাবে কক্সবাজারের পর্যটনশিল্পে এমন বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশিষ্টরা। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এ খাতের ব্যবসায় মন্দা কাটবে না। এজন্য পর্যটন মৌসুমে পর্যটন স্থানগুলো হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্র ও শনিবার অবরোধ না থাকলেও ওইসময়েও পর্যটকের দেখা মিলছে না। অথচ শুক্রবার ও শনিবারে দেশের বিভিন্ন পর্যটন স্থানে পর্যটকদের ভিড় লেগে থাকত। হরতাল-অবরোধের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর