অনলাইন ডেস্কঃ শীতকালে পর্যটন খাতের ব্যবসা রমরমা থাকলেও চলতি মৌসুমে শুরুতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। রাজনৈতিক অস্থিরতায় এ খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। হরতাল ও অবরোধ কর্মসূচিতে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানের পর্যটন স্পটগুলো পর্যটকশূন্য হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
চট্টগ্রামের পর্যটন খাতের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, প্রতিবছর কেবল কক্সবাজারেই প্রায় ৫০ লাখ পর্যটক যাতায়াত করে। এ খাতে নভেম্বর থেকে জানুয়ারি মৌসুমে টার্নওভার হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। কিন্তু হরতাল-অবরোধের জান-মালের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বর্তমানে কক্সবাজারে পর্যটকের ভিড় নেই বললেই চলে।
কক্সবাজারের ব্যবসায়ীরা বলছেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটন ব্যবসায় ভাটা পড়েছে।’
কক্সবাজার শহরের হোটেল-মোটেলের প্রায় ৯০ শতাংশ কক্ষই এখন খালি। অবরোধের প্রভাবে কক্সবাজারের পর্যটনশিল্পে এমন বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশিষ্টরা। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এ খাতের ব্যবসায় মন্দা কাটবে না। এজন্য পর্যটন মৌসুমে পর্যটন স্থানগুলো হরতাল ও অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্র ও শনিবার অবরোধ না থাকলেও ওইসময়েও পর্যটকের দেখা মিলছে না। অথচ শুক্রবার ও শনিবারে দেশের বিভিন্ন পর্যটন স্থানে পর্যটকদের ভিড় লেগে থাকত। হরতাল-অবরোধের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply