মসজিদের দরজায় ধাক্কা লেগে যুবকের মৃত্যু


অনলাইন ডেস্ক

কক্সবাজারের রামু উপজেলায় মসজিদের দরজার থাই গ্লাসের সঙ্গে ধাক্কা লেগে গ্লাস বিদ্ধ হয়ে মুনসেফ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরামুরা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মুনসেফ একই গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ছিলেন।

মুসল্লিদের দেওয়া তথ্যমতে, মুনসেফ মাগরিবের নামাজের সময় দেরি হওয়ায় তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করার সময় মসজিদের দরজার থাই গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে তার শরীরে কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মুসল্লিরা উদ্ধার করে প্রথমে একই ইউনিয়নের চেইন্দার মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসাপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

রামু থানার ওসি দেওয়ান আবু তাহের বলেন, মাগরিবের নামাজ পড়তে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে গ্লাস ভেঙে আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।


Related posts

সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা

Chatgarsangbad.net

চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

পটিয়ার কোলারগাঁও দাশপাড়ায় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে আলোচনা সভা ও শিক্ষার্থীদের সংবর্ধনা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment