বিশ্ব জলবায়ু সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের কড়া সতর্কবার্তা


ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে কপ-২৭-এ বৈশ্বিক জলবায়ু ঝুঁকির বিষয়ে কড়া সতর্কবাতা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরস। আজ সোমবার (৭ নভেম্বর) মিসরের শারম-আল-শেখে বসেছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন কপ-২৭। রাজধানী কায়রোতে এ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরস বলেন, ‘জলবায়ু নরকের মহাসড়কে আমরা। যে শিশুটি জন্ম নিচ্ছে তাকে আমরা কী বলবো? যখন জিজ্ঞাসা করবে আমরা পৃথিবীর জন্য কী করেছি? আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করছি আর হেরে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যে শঙ্কা করছি ওই বিন্দুর দিকেই যাচ্ছি। আমরা জলবায়ু নরকের মহাসড়কে আছি।

বিশ্বব্যাপী ভূমিকম্প, বন্যা-খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি ঠেকাতে এবারের সম্মেলনে তহবিল গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, প্রতিনিধিরা সেদিকে তাকিয়ে। এবারের সম্মেলনে সেনাগাল এবং আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাকি সল, মিসরের প্রেসিডেন্ট সিসি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেককেই দেখা গেছে। সবাই জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন।

২৭তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। এবারের সম্মেলনে জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও রয়েছেন। কাবর্ন নিঃসরণে এবার জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা প্রধান চ্যালেঞ্জ বিশ্বনেতাদের সামনে। এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, চলতি শতাব্দীতে গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়িয়ে গেলে মারাত্মক খাদ্য ঘাটতিতে পড়বে বিশ্ববাসী।


Related posts

ফরিদপুরে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

Chatgarsangbad.net

৩ কোটি টাকার বিল তুলতে গিয়ে হাতেনাতে ২ শিক্ষার্থী আটক

Mohammad Mustafa Kamal Nejami

আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

Chatgarsangbad.net

Leave a Comment