চট্টগ্রাম

পৌরসভার দুটি সড়কটি যেন ডাস্টবিনে পরিনত


মো: শোয়াইব, হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় ৫নং ওয়ার্ড ও উপজেলা পরিষদ সংলগ্নে অবস্থিত প্রাথমিক ও বালিকা বিদ্যালয় সড়ক এবং তার সাথে লাগোয়া মুক্তিযোদ্ধা সড়কটি যেন ডাস্টবিনে পরিনত হয়েছে। এই দুটি সড়কে প্রতিদিন কয়েক হাজার কোমালমতি শিক্ষার্থী পাঠদানের জন্য বিদ্যালয়ে আসা যাওয়া করে থাকে। সেই সাথে শিক্ষক, অভিভাবক ও পথচারীরা নিয়মিত এ দুটি সড়কে চলাচল করে থাকে।এই সড়কগুলো দিয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী অস্বস্তিতে পড়ে। বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা সড়ক এলাকার বহুতলভবন, স্থানীয় কমিউনিটি সেন্টার ও মিস্টির কারখানার বর্জ্যের পানি অপরিকল্পিত তৈরি নালায় পড়ে এবং ময়লা আর্বজনা নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলে রেখে চলে যায়। সেই বর্জ্যের পানি ও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ অভিভাবক ও পথচারীরা।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের সন্তানরা এ সড়ক গুলো দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে চায়না। বিকল্পসড়ক না থাকায় এই সড়কে গুলো দিয়ে জোর করে পাঠদান করতে পাঠাতে হয়। পৌর কর্তৃপক্ষকে প্রতিবছর আমরা স্থানীয়রা কর দিয়ে থাকি। তরপরও পৌর কর্তৃপক্ষ এ সড়কের বিষয়ে উদাসীন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, এই সড়ক দিয়ে আসতে আমাদের ইচ্ছে করে না। শিক্ষকতা করি তাই বাধ্য হয়ে আসি।সত্যি এ সড়কটি যেন আমাদের জন্য অভিশাপ।

এদিকে প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, কোমল মতী শিক্ষার্থীরা সুস্থ হয়ে বেড়ে উঠুক এ কামনা করি, কিন্তু বিদ্যালয়ের সড়কে যেভাবে ভবনের মালিকরা যত্রতত্র ময়লা আর্বজনার স্তুপ পরিনত করেছে তা আমরা শিক্ষক ও অভিভাবকরা খুবেই চিন্তিত। তাই এই সড়কটি যেন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি জানান, আমাদের গাড়িগুলো প্রবেশ করতে পারে না বিধায় এই সমস্যা সৃস্টি হচ্ছে। তারপরও আমরা সরোজমিনে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।


Related posts

বোয়ালখালী আসনে ছালামের জয়

Chatgarsangbad.net

কাল শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি পুণ্যস্নান-বার্ষিক মেলা

Chatgarsangbad.net

প্রত্যাশী-সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন

Saddam Hossain

Leave a Comment