আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের উত্তরাঞ্চলসহ ২ পার্বত্য জেলায় চলছে পরিবহন ধর্মঘট


বাস রিকুইজিশন করার প্রতিবাদে চট্টগ্রামের উত্তরাঞ্চলসহ দুই পার্বত্য জেলায় চলছে পরিবহন ধর্মঘট। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে চালকরা তিন জেলায় গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। পুলিশ কর্তৃক গণহারে বাস রিকুইজিশনের প্রতিবাদে এ ধর্মঘট চলছে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘পুলিশ প্রয়োজনে দেশের স্বার্থে সবসময়ই গাড়ি রিকুইজিশন করতে পারে। আমরাও পুলিশকে গাড়ি দিয়ে সহযোগিতা করি। কিন্তু পুলিশ সমাবেশের নামে হাটহাজারী থেকে ২৪টি সহ চট্টগ্রাম থেকে ৯৭টি বাস রিকুইজিশন করে নিয়ে যায়। এর মধ্যে ১৩টি বাস পুলিশ ব্যবহার করলেও বাকি বাসগুলো চট্টগ্রাম থেকে খালি নিয়ে উখিয়া-টেকনাফ থেকে লোকজন আনা-নেওয়া করেছে।’

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী রিকুইজিশন করা বাসগুলোর চালক ও সহকারীদের খাবার এবং ডিজেল খরচ দেওয়ার কথা থাকলেও তা পর্যাপ্ত ছিল না। ফলে আর্থিক ক্ষতিসহ নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ৮দিন আগে পুলিশ চট্টগ্রামের কথা বলে খাগড়াছড়ি থেকে ৫টি বাস রিকুইজিশন করেছে। পুলিশের এই হয়রানির প্রতিকার চেয়ে বৃহস্পতিবার রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট আহ্বান করেছি।’

তথ্যসূত্র: বাংলনিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর