আজ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার


চন্দনাইশ সংবাদদাতা: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম। শনিবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে চন্দনাইশ থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা অরূপ রতন চক্রবর্তী, মানিকগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী, চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মো. তৈয়ব আলী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চন্দ্র দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।

পূজা পরিদর্শনকালে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দিরে পূজায় আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। তা অক্ষুন্ন রাখতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর