আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সমাজসেবা অধিদফতরের সেমিনার সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

“উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিসমূহ বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয়” শীর্ষক সেমিনার ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার চন্দনাইশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ও আলোচক ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল আলম। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফজলুল কবির, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী চন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুস শুক্কুর হাসিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক চৌধুরী, এনজিও সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী, থানার প্রতিনিধি এসআই উপন বড়ুয়া, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিশু অধিকারকর্মী সৈয়দ শিবলী ছাদেক কফিল, এনজিওকর্মী মো. মাহমুদুল হক, ভান্ডারীপাড়া এতিমখানার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন ছিদ্দিকী, সবুজ সংঘের সেক্রেটারি আবদুর রহমান, গ্রাম সংগঠক কাঞ্চন সেন, মাতৃকল্যাণ কেন্দ্রের রীমা সুলতানা প্রমুখ।

সেমিনারে সমাজসেবা অধিদফতরের ৫৪ টি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, এতে অংশীজনরা তাদের মতামত ব্যক্ত করেন। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিশু অধিকারকর্মী, উপকারভোগীসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপক মো: ফরিদুল আলম বলেন, সমাজসেবা অধিদপ্তর সারাদেশে ৫৪ টি কার্যক্রম বাস্তবায়ন করে। সমাজের সকল শ্রেণির মানুষ এই কার্যক্রমসমূহের সুবিধাভোগী। জাতির পিতার হাত ধরে শুরু হওয়া বেশিরভাগ কার্যক্রম পূর্ণতা পায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে। কার্যক্রমসমূহ সুষ্ঠু বাস্তবায়নে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। এতে বলা হয়, চন্দনাইশ উপজেলার ২৫০০০ মানুষ উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রত্যক্ষ সুবিধাভোগী। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দারিদ্র বিমোচন কর্মসূচি, শিশু সুরক্ষা কার্যক্রমসহ সকল কার্যক্রমের সুবিধা চন্দনাইশ উপজেলার বেশিরভাগ মানুষের ঘরে পৌঁছেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর