আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

মহানগর চান্দগাঁ থানায় অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু,পুড়ে গেছে স্কুল ও ৬০টি ঘর


দিদারুল আলম (দিদার)

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। এসময় অগ্নিকাণ্ডে মাইজ্জা মিয়ার কলোনির ৬০ টি টিনসেড ঘর ও ১টি স্কুল পুড়ে গেছে।রবিবার (১৪ মে) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, লাকরির চুলার আগুন হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টায় সময় চান্দগাঁও থানাধীন এককিলোমিটারস্থ যমুনা ক্লাব সংলগ্ন মাইজ্জা মিয়ার কলোনিতে আগুন লাগে।অগ্নিকাণ্ডে হাসিনা বেগম (৫০) নামে এক মহিলাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে কলোনির ৬০ টি টিনসেড ঘর ও মেরিন সান স্কুল এন্ড কলেজ নামে ১টি স্কুল বন্ধ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা হতে হাসিনা বেগম (৫০) নামে এক নারীকে দগ্ধ (পুড়ে অঙ্গার) অবস্থায় আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর