আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৯ম দিবসের আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ ইউনুস আলী।

‘আল কোরআনে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান’


অনলাইন ডেস্কঃ ঢাকা মাদরাসাতুল কুরআন এর অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী বলেছেন, ‘আল কোরআনে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চুনতির ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ৯ম দিবসের আলোচনায় ‘আল কুরআন ও আমাদের জীবন’ বিষয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রকর্তিত এ মাহফিল লোহাগাড়ার চুনতি
শাহ মনজিলের সীরত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেছেন মুহাম্মদ ইবতেশাম ওমাইর ছিদ্দিকী, হাফেজ মাওলানা কবির আহমদ, হাফেজ ক্বারী মুহাম্মদ আরিফ আলী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেছেন মুহাম্মদ শাহরিয়ার, মাওলানা আবদুল হাফিজ ফারুকী, আ.জ.ম আবুল বয়ান, মুহাম্মদ ফুয়াদ হাসান।

মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী বলেন, ‘এই কিতাবে (আল কোরআন) সব মানুষের জন্য ভালো-মন্দ, ন্যায়-অন্যায় স্থায়ী কার্যকারিতা ও হক না হকের বিস্তারিত
বিবরণ রয়েছে। আর পথনির্দেশ ও নসিহত রয়েছে মুত্তাকিদের জন্য। মানুষের ব্যক্তিগত জীবনের যাবতীয় দিক যথা তার আচরণ, তার জীবনযাত্রা, তার সামগ্রিক জীবনযাপনের প্রণালী কোরআনে কারিমে রয়েছে। পরিবারের গঠন, পরিবারের সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে কোরআনে কারিমে আলোচনা রয়েছে। কোরআন মাজিদ এমন এক পরিপূর্ণ বিধান গ্রন্থ যা মানবজীবনের সব দিক নিয়ে আলোচনা করেছে এবং মানুষের জীবন প্রণালী সম্পর্কে সঠিক দিক-নির্দেশনা দেয়। এ কারণে ইসলামকে আল্লাহ দ্বীন হিসেবে উল্লেখ করেছেন
এবং এটি তথাকথিত ধর্মের মতো কোনো ধর্ম নয় তাই আসুন কোরআন বুঝে পড়ার
চেষ্টা করি। আল কোরআনে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান।’

আরও পড়ুন ‘ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সব ধরনের নেশাদ্রব্যই নিষিদ্ধ করুন’

লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা অহিদ আহমদ এর সভাপতিত্বে ও চুনতি হাকিমিয়া (অনার্স- মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মাহমুদুর রহমান।

আজকের মাহফিলে ‘নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতসমূহের বিবরণ’ বিষয়ে আলোচনা করেছেন পটিয়া এস আলম কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম
মাওলানা মুহাম্মদ ইউনুস আলী, ‘আসহাবে সুফফার পরিচয়, রাসূল (সা.) এর হাদীসের সংরক্ষণ ও বর্ণনায় তাদের ত্যাগ ও কুরবানীর বিবরণ’ বিষয়ে আলোচনা করেছেন পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা শাহাদত হোছাইন, ‘পারিবারিক মূল্যবোধ বিকাশে ইসলামি শিক্ষার গুরুত্ব ও অভিভাবকের করণীয়’ বিষয়ে আলোচনা করেছেন লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদত হোছাইন, ‘সুদ ও ঘুষ সম্পর্কে ইসলামের বিধান বর্ণনা’ বিষয়ে আলোচনা করেছেন মুফতি মাওলানা হাবিবুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব ইসমাইল মানিক, আলহাজ্ব আবু তাহের, এম মাহাবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, যাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর