Hom Sliderবাংলাদেশ

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন আজ


অনলাইন ডেস্কঃ থাইল্যান্ড থেকে সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন আজ। সোমবার (২৯ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে থাইল্যান্ডের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

তিনি থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ২৪ এপ্রিল সেখানে পৌঁছেন।

আরও পড়ুন থাইল্যান্ড সফরে বেরুলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা গত ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউজে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।

তথ্যসূত্র: বাসস


Related posts

এড. কামেলা খানম চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Chatgarsangbad.net

সাতকানিয়ার ছদাহার ৩ দিনে ২ খুন, আইন শৃঙ্খলার অবনতি

Chatgarsangbad.net

আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়েন: যশোরবাসীকে প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment