Hom Sliderবাংলাদেশ

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমলো


বোতলজাত  সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। আজ সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামিকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম হিসেবে এতদিন ১৯২ টাকায় বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেল আগামিকাল থেকে ১৭৮ টাকায় পাওয়া যাবে।এছাড়াও ৫ লিটারের বোতল ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্যতেল মালিক সমিতির সদস্যরা বর্তমানে ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি. কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার উপস্থিত ছিলেন।

সভায় ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে এবং এলসি খোলার জটিলতার বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়।


Related posts

বাঁশের টুকরির তলায় লুকিয়ে ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১

Chatgarsangbad.net

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করল সরকার, প্রজ্ঞাপন জারি

Chatgarsangbad.net

শিল্পী আসিফের গানের মডেল সেই ভাইরাল কন্যা ফারজানা 

Chatgarsangbad.net

Leave a Comment