Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

রাঙ্গুনিয়ায় অপহৃত প্রবাসীকে উদ্ধার করলো পুলিশ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব সরফভাটা সিকদার পাড়ার দুবাই প্রবাসী অপহৃত হারুন সিকদারকে ৪৮ ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে উদ্ধারের পর তাকে রাঙ্গুনিয়ায় নিয়ে আসেন (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘর থেকে বের হবার পর নিখোঁজ হন পূর্ব সরফভাটা সিকদার পাড়া নিবাসী আমিন শরীফের জ্যেষ্ঠ পুত্র হারুন সিকদার (৪৯)।

হারুনের স্বজনেরা জানান, নিখোঁজের ঘটনার কয়েক ঘণ্টা পরই পরিবারের কাছে মোবাইল ফোনে ‘তারা আমাকে মেরে ফেলবে’- হারুনের কণ্ঠে এমন ভয়েস ম্যাসেজ আসে। এরপর তারা মধ্যরাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হারুনকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বুধবার (৫ অক্টোবর) সকালে দুটি মোবাইল নম্বরে দাবীকৃত ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাকে ছাড়েনি অপহরণকারী পরিচয়দানকারী অজ্ঞাত দুর্বৃত্তরা। উল্টো তারা আরও টাকার জন্য চাপাচাপি এবং অন্যথায় অপহৃতের প্রাণনাশের হুমকি দিতে থাকে। হতাশ হারুনের পরিবার গণমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন।

হারুন শিকদার বলেন, পুলিশের চেষ্টায় আমার জীবন ফিরে পেয়েছি। অপহৃতকে উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, উদ্ধারকৃত হারুন শিকদারকে শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Related posts

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি গ্রেপ্তার

Chatgarsangbad.net

বিএনপি জামায়াতের অবরোধ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাপাসগোলা আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Chatgarsangbad.net

পিটার হাসের সঙ্গে সাক্ষাতে কক্সবাজারে এনসিপির শীর্ষ ৪ নেতা

Saddam Hossain

Leave a Comment