আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : আ জ ম নাছির


দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগামি ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহবান করা হয়েছে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। চট্টগ্রাম মহানগর এলাকার প্রায় ২৮২টি পূজামণ্ডপে এবার মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা দায়িত্ব পালন করবেন।
আ জম নাছির বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা যাতে কোনও ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মণ্ডপে দায়িত্ব পালনকারী সনাতনীদের সাথে নিজ নিজ ওয়ার্ড, থানা, এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহবান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ব্যবহারের ষড়যন্ত্রে চিহ্নিত একটি মহল এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টি করে সহজ সরল মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করা। এদের সংখ্যা অতি নগন্য। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.চন্দ্রনাথ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, সাধন ধর, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সুমন দেবনাথসহ মহানগর আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর