অনলাইন ডেস্কঃ বর্ষীয়ান সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাটগাঁর সংবাদ পরিবার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সাংবাদিক হেলাল উদ্দিন সমকালের প্রতিষ্ঠাকালীন চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপদেষ্টা সম্পাদক আব্দুল কৈয়ূম চৌধুরী।
Leave a Reply