চট্টগ্রাম

নগরীর পাঁচলাইশে নতুন ওসি সন্তোষ, খুলশীতে রুবেল


অনলাইন ডেস্ক

নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমাকে নগরের পাঁচলাইশ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।
এছাড়া নগরের কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

একই আদেশে সিটিএসবি পরিদর্শক এ আই এম তৌহিদুল করিমকে নগরের চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), সিটিএসবি পরিদর্শক রফিক উল্লাহকে পরিদর্শক (প্রসিকিউশন) ও পরিদর্শক (প্রসিকিউশন) মোহাম্মদ আতিকুর রহমানকে ডিবি (উত্তর) বিভাগে বদলি করা হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, দুই থানায় ওসি পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও চার জন পরিদর্শককে বদলি করা হয়েছে।

 


Related posts

সাতকানিয়ায় ফুড মিউজিয়াম রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান

Md Maruf

বরমায় শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের চেয়ারম্যান রুবেল দেব’র সৌজন্যে দুস্থদের শীতবস্ত্র-কম্বল প্রদান

Chatgarsangbad.net

বিদেশি সিগারেটের হোলসেল মার্কেট চট্টগ্রাম

Chatgarsangbad.net

Leave a Comment