আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের স্মরণসভা

‘বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের অবদান জাতি আজীবন শ্রদ্ধায় স্মরণ করবে’


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম. পেয়ারুল ইসলাম বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে বীরমুক্তিযোদ্ধা মোখতার আহমদের অবদান অনস্বীকার্য। তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের আদর্শ বুকে ধারণ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করেননি এবং এক চুল পরিমাণও আদর্শ থেকে বিচ্যুত হননি। তার মতো আদর্শবান, নীতিবান, সৎ ও সাহসীপূর্ণ নেতা রাজনীতির ইতিহাসে বিরল। আমৃত্যু তিনি সৎ রাজনীতি করে জাতির উন্নয়নে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মোখতার আহমদের অবদান জাতি আজীবন শ্রদ্ধায় স্মরণ করবে।’

শনিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের (১৭তম মৃত্যুবার্ষিকী) স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায়র স্মারণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.টি.এম. পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. জিনব্যোধি ভিক্ষু, বীরমুক্তিযোদ্ধা মো. ইদ্রিস কমান্ডার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী, কম্বাইন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, চট্টগ্রাম লোক সংগীত শিল্পী সংস্থার সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ, প্রজ্ঞালোক প্রকাশনের সত্বাধিকারী রেহেনা চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মারণ সভা কমিটির মহাসচিব ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা স.ম. জিয়াউর রহমান।

স্মরণ সভা কমিটির সদস্য রতন বড়ুয়ার সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. শহিদুল ইসলাম, প্রজন্ম চট্টগ্রামের সমন্বয়কারী চৌধুরী জসিমুল হক, সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ন দাশ, শ্রমিকনেতা মো. কালিম শেখ, সাংবাদিক রোজি চৌধুরী, মো. সেলিম উদ্দিন, নারীনেত্রী আয়েশা সিদ্দিকা, শিল্পী মৌ চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, স্মারণসভা কমিটির সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. এমরান ও আবদুল মান্নান রানা। আলোচনা সভা শেষে স্মরণসভা কমিটির উদ্যোগে প্রকাশিত মোখতার আহমদের জীবনী সংকলন নিয়ে প্রকাশিত ‘মৃত্যুতে নিঃশ্বেষ নও তুমি’ স্মারণ গ্রন্থের উম্মোচন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর