আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী পৌরসভায় মেয়রের প্যানেল গঠিত


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মেয়রের তিন সদস্যবিশিষ্ট প্যানেল গঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পৌর কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভায় এ প্যানেল গঠিত হয়।

সভায় গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন এক নম্বর প্যানেল মেয়র, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস দুই নম্বর প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম লিলি তিন নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হন।

১নম্বর প্যানেল মেয়র পদের জন্য চার জন, ২নম্বর প্যানেল মেয়র পদের জন্য তিন জন ও ৩নম্বর প্যানেল মেয়র পদের জন্য তিন জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটাভুটিতে ১নম্বর প্যানেল মেয়র পদে মোহাং নাজিম উদ্দীন ৫ ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৪ ভোট, মোহাম্মদ আলমগীর ২ ভোট, এসএম পহর উদ্দিন ২ ভোট পান। ২নম্বর প্যানেল মেয়র পদে মোহাম্মদ ইদ্রিস ৮ ভোট, মো. মহি উদ্দিন ৩ ভোট, মো. আব্দুল আজিজ মাসুম ২ ভোট পান, ৩নম্বর প্যানেল মেয়র পদে মমতাজ বেগম ৬ ভোট, রাজিয়া সুলতানা রাজু ৪ ভোট ও মোছাম্মৎ আয়েশা আক্তার ৩ ভোট পান।

নির্বাচনে বিজয়ী তিন প্যানেল মেয়র যথাক্রমে মোহাং নাজিম উদ্দীন ও মোহাম্মদ ইদ্রিস এবং মমতাজ বেগম আগামী পাঁচ বছর পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমকে সহায়তা করবেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন। সহকারী রিটার্নিং অফিসার ছিলেন হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামছুদ্দিন, কাউন্সিলর যথাক্রমে- মো. আব্দুল আজিজ মাসুম, মোহা. শাহ্ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এসএম পহর উদ্দিন, মো. মহিউদ্দিন, মোহাম্মদ আলমগীর, চিত্ত রঞ্জন বিশ্বাস, মহিলা কাউন্সিলর মোছাম্মৎ আয়েশা আক্তার ও রাজিয়া সুলতানা রাজু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর