চসিকে অনলাইন টিকা কার্যক্রম, মেয়র উদ্বোধন করছেন আজ


অনলাইন ডেস্কঃ স্মার্ট চট্টগ্রাম গড়তে স্বাস্থ্যখাতকেও স্মার্ট টেকনোলজির আওতায় আনার কাজ চলছে। এ উপলক্ষ্যে ইপিআই কার্যক্রমকে (টিকাদান কর্মসূচি) অনলাইন পদ্ধতিতে নিয়ে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ পদ্ধতিতে ‘স্মার্ট হেলথ বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে ‘ই-ট্রাকিং করে ইপিআই কার্যক্রম পরিচালিত হবে। এতে টিকা প্রদান প্রক্রিয়া যেমন সহজ হবে তেমনি টিকা পাওয়া থেকে বঞ্চিতের হার কমবে। চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আজ সোমবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন।

চসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, টিকার প্রথম ডোজ দেয়া শিশুর তথ্য অ্যাপসে সংরক্ষিত থাকবে। সেখানে থাকবে অ্যালার্ম সিস্টেম। ওই শিশুর পরবর্তী ডোজ দেয়ার নির্ধারিত দিনের আগে ও পরে অ্যালার্মের মাধ্যমে সংকেত দেয়া হবে। ফলে টিকা দেয়ার বিষয়ে আর ভুল হবে না। এছাড়া এন্ট্রিকৃত শিশুর একটা ডিজিটাল নম্বর থাকবে। ওই নাম্বার দিয়ে যে কোনো সেন্টারে চেক করলে শিশুটির সব তথ্য চলে আসবে। ফলে যে কোনো জায়গা থেকে শিশুটিকে টিকা দিতে পারবেন অভিভাবকরা।

আরও পড়ুন চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ হাতছাড়া হচ্ছে ৪ কারণে

বিষয়গুলো নিশ্চিত করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা বলেন, ‘ইপিআই কার্যক্রম অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে। আগে আমরা ম্যানুয়েলি করে ডিজি হেড কোয়ার্টারে রিপোর্টিং করতাম। এখন কিন্তু সরাসরি প্রতিটি সেন্টার থেকে এন্ট্রি হয়ে যাবে। নতুন পদ্ধতি অভিভাবকসহ সবার জন্য ইতিবাচক।

তিনি বলেন, ‘গত ২০ এপ্রিল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। এ পর্যন্ত ১৪ হাজার শিশুকে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করা হয়েছে। কার্যক্রমের মূল উদ্দেশ্য ইপিআই কার্যক্রমকে ডিজিটাল প্লাটফর্মে রূপান্তরের মাধ্যমে এক বছরের নিচে সকল শিশুকে চিহ্নিত করা এবং আরো অধিকতর কাভারেজের আওতায় নিয়ে আসা। বিশেষ করে শহর এলাকার জিরো ডোজ, আন্ডার ইমিউনাইজড এবং মিসড কমিউনিটির শিশুদের খুঁজে বের করে টিকা কার্যক্রম জোরদার করা।’

তথ্যসূত্র: আজাদী


Related posts

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়করা

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

Mohammad Mustafa Kamal Nejami

পবিত্র কুরআনের বর্ণনায় সফল ব্যক্তিদের গুণাবলী

Chatgarsangbad.net

Leave a Comment