আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আন্দরকিল্লায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

অগ্নিসন্ত্রাস-নাশকতা রুখতে আন্দরকিল্লায় সতর্ক আ. লীগ


অনলাইন ডেস্কঃ সারাদেশে চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনের অবরোধ চলছে আজ। গত ২৮ অক্টোবর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিচ্ছে সরকারি বিরোধী রাজনৈতিক দলগুলো।
রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে ৭৪টি বাস পোড়ানো হয়েছে। এ কারনে সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অগ্নিসন্ত্রাস ও নাশকতা ঠেকাতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।

আরও পড়ুন চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘন্টার অবরোধ আজ থেকে

সরজমিনে দেখা গেছে, সড়কে অফিসগামী মানুষের ভিড় রয়েছে। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।

গণপরিবহণের মতো পণ্য সরবরাহ খাত ঠিক রাখতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘সকল ধরনের সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। এক্ষেত্রে জেলায় সমন্বয় করে ঢাকামুখী পণ্যবাহী যানবাহন একসঙ্গে জড়ো করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জেলা টু জেলায় নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর