আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্ব কার হাতে যাচ্ছে জানা যাবে কাল


 

মোঃ শহীদুল ইসলামঃ দীর্ঘ আঠারো বছর সম্মেলন হয়েছে সাতকানিয়া পৌর আওয়ামী লীগের। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিঅ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকি, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, সাংগঠিনক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কমল কৃষ্ণ দেব প্রমুখ।

এদিকে বহুল প্রতীক্ষিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রহর গুনছেন নেতাকর্মীরা। শনিবার চট্টগ্রাম নগরের শাপলা স্কয়ারে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এদিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে— কাদের কাঁধে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব। এ পর্যন্ত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আব্দুল গফুর লালু, শফিকুল ইসলাম শফি, রকিবুল হক দীপু ও গোলাম ফেরদৌস রুবেলের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদ ও মোজাম্মেল হক লিটনের নাম রয়েছে। তবে প্রার্থী বা নেতৃত্বে কে আসছেন— তা জানতে শেষমেশ অপেক্ষা করতে হবে কাউন্সিল অধিবেশনের জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর