ওসমান হোসাইন, কর্ণফুলীঃ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘আমি পরিস্কার ভাবে বলতে চাই জুলুমবাজ ও চাঁদাবাজের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।’
শুক্রবার(১৮ আগষ্ট) জুমার নামাজ আদায় কালে হাঁড়ি মিয়া চৌধুরী জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জুলধা ইউনিয়ন আ’লীগের সভাপতি আমির আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ, কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণী,উপজেলা আ’লীগের সহ সভাপতি কবি জসিম উদ্দিন,যুগ্ন সম্পাদক মোহাম্মদ আবদুল হালিম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, শিকলবাহা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকান, জুলধা ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিক আহমেদ চেয়ারম্যান,দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ সম্পাদক এম মহিউদ্দিন মুরাদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিমউদ্দিন হায়দার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, জেলা ও উপজেলা,ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
ভূমিমন্ত্রী
তিনি আরো বলেন, আমার জানামতে আমি কখনও অন্যায় কাজ করি নাই। যে দিন অন্যায় অনিয়মের করতে হবে সেই দিন আমি রাজনীতি ছেড়ে দেব। এটা আমি পরিস্কার ভাষায় বলতে চাই, আমি কর্ণফুলী-আনোয়ারাবাসীর অভিভাবক হিসাবে থাকতে চাই। আজ আল্লাহ্ বড় নিয়ামত দিয়েছেন মহান আল্লাহ্ দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কর্ণফুলীবাসী বিগত সময় ছিলেন “না আটকা না গাটকা”মহান রাব্বুল আলামিন আমাকে আমার বাবার স্বপ্ন পূরণের সুযোগ দিয়েছেন কর্ণফুলীবাসী আলাদা স্বতন্ত্র উপজেলা পেয়েছে, কিভাবে উন্নয়ন হচ্ছে আপনারা দেখতেছেন। কোন নেতাকর্মী মানুষ আমার নাম ভাঙিয়ে কোন অন্যায় কাজ করলে থাকে বেঁধে রাখবেন। আমি কোন জুলুমবাজ ও চাঁদাবাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সেই কখনও আমার কর্মী হতে পারেনা।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরো বলেন, ‘কেউ ভালো কাজ করলে তাদের আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন। কেয়ামত কে বিশ্বাস করতে হবে। বেশি বেশি আমল করতে হবে। আপনারা বঙ্গবন্ধুসহ উনার পরিবারের জন্য দোয়া করবেন ও আমার বাবা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্যও দোয়া করবেন।’
প্রসঙ্গত, ভুমিমন্ত্রী প্রতি সাপ্তাহিক জুমার নামাজ প্রতিটি ইউনিয়নের এক এক দিন এক মসজিদের মধ্যে আদায় করে থাকেন। এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে থাকেন।
ভূমিমন্ত্রী
Leave a Reply