Hom Sliderআইন আদালতবাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: ৯ জনের রায় পিছিয়ে ৩০ নভেম্বর


অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক দুই আসামির মৃত্যুর খবরে বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

মামলায় বাগেরহাটের খান আকরামসহ নয়জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারিত ছিলো। রায় ঘোষণার আগে আজ জানানো হয় যে এই মামলার দুইজন আসামি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া অপর আসামীর বিষয় নিশ্চিত হওয়ার জন্য আদালত রায় ঘোষণা না করে এ বিষয়ে দিন ধার্য করার জন্য আদেশের দিন ঠিক করেছেন। এ বিষয়ে আগামী ৩০ নভেম্বর পরবর্তী আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও পড়ুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: পলাতক ৬ আসামীসহ ৯ জনের রায় বৃহস্পতিবার

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, সকালে ডিফেন্সপক্ষ থেকে জানায় এ মামলায় পলাতক দুইজন আসামি মারা গেছে। এর মধ্যে একজনের রিপোর্ট পাওয়া গেছে। তা দাখিল করা হয়েছে। অপরজনেরটা পাইনি। এই জন্য রায় পেছানো। পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা থাকে। ওনারা তদন্ত করে এ বিষয়ে রিপোর্ট পাঠায়। সেটা আমরা দাখিল করি।যেহেতু দুইজন আসামি মারা গেছেন, তাহলে তাদেরকে তো মামলা থেকে বাদ দিতে হবে। এই কারণে আদালত রায়ের তারিখ পিছিয়ে আদেশের জন্য ৩০ নভেম্বর দিন রেখেছেন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় মোট ৯ আসামীর মধ্যে পলাতক ছয়জন। এর মধ্যে দুইজন মারা গেছেন বলে জানান তিনি। তাদের মধ্যে আসামী সুলতান আলী খান ২০১৯ সালের ৬ মে মারা গেছেন তথ্য পাওয়া গেছে। অপর আসামী কবে মারা গেছেন সেই তথ্য জানানোর জন্য বলেছেন আদালত। ওই তথ্য জানার পর কবে রায় ঘোষণা করা হবে তা আগামী ৩০ শে নভেম্বর দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল।

তথ্যসূত্র: বাসস


Related posts

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ শিক্ষক গুরুতর আহত

Md Maruf

দেশে ১৭ দিনে প্রবাসী আয় এল ১৬১ কোটি টাকা

Saddam Hossain

খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা-ওষুধ দিলো সেনাবাহিনী

Chatgarsangbad.net

Leave a Comment