ঈদ-বৈশাখের ছুটিতে খোলা থাকবে হাসপাতাল


অনলাইন ডেস্কঃ বৈশাখসহ ঈদের লম্বা ছুটিতে স্বাস্থ্য খাতে সেবা প্রদানে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য যথোপযুক্ত ব্যবস্থা ও নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় চট্টগ্রামের জেলা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের সরকারি কমিউনিটি ক্লিনিকগুলো (যেগুলোর শয্যা নেই) তিনদিন বন্ধ থাকবে। তবে শয্যাবিশিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো যথারীতি খোলা থাকবে।

আরও পড়ুন ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা

এ প্রসঙ্গে আলাপকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী চাটগাঁর সংবাদকে বলেন, ‘প্রয়েজন বা সংকটের মুহূর্তে নাগরিকদের যাতে সরকারি স্বাস্থ্য সেবা পেতে সমস্যা না হয় সেজন্য যথোপযুক্ত ব্যবস্থা ও নির্দেশনা দেয়া হয়েছে।’

জানা গেছে, ঈদের ছুটিকালীন সময়ে ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও রূটিনমাফিক নির্দেশনা দেয়া হয়েছে।


Related posts

মোখা: ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দরে ব্যাপক প্রস্তুতি

Chatgarsangbad.net

ব্যয় না বাড়িয়ে নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ

Chatgarsangbad.net

রাউজানে রাজনৈতিক পরিচয়ে ইটভাটায় চাঁদাবাজি, ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার এক

Chatgarsangbad.net

Leave a Comment