Hom Sliderবাংলাদেশ

আবহাওয়ার সুসংবাদ দুঃসংবাদ


অনলাইন ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশে। সাম্প্রতিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র উষ্ণতা সইতে হচ্ছে। চট্টগ্রামে চলতি সপ্তাহের আগামি কয়েকদিন সারাদেশের মতো তাপপ্রবাহ বিরাজ করবে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দেয়া তথ্যমতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এসময় দমকা হাওয়া বইতে পারে, সেইসাথে বাতাসে আদ্রতা থাকবে ৯৭ শতাংশ।

আরও পড়ুন চট্টগ্রামে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার খুব বেশি পরিবর্তন ঘটবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তবে ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং ওইসময় তাপমাত্রা খানিকটা কমতে পারে বলেও জানানো হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়। চলতি সপ্তাহে বৃষ্টি হচ্ছে রংপুর বিভাগে। ২৩ সেপ্টেম্বর সৈয়দপুরে ১৭৯ মিলিমিটার ও দিনাজপুরে ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


Related posts

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত সম্পাদক

Chatgarsangbad.net

আজ সশস্ত্র বাহিনী দিবস

Chatgarsangbad.net

পুলিশ বন্ধুর সহায়তায় আমেনাকে খুন করেন স্বামী

Chatgarsangbad.net

Leave a Comment